ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

উন্নয়ন মেলা উপলক্ষে হাবিপ্রবির উন্নয়ন চিত্র প্রদর্শনী 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫১, ৫ অক্টোবর ২০১৮

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ উপলক্ষে উন্নয়ন ও অগ্রগতির তথ্যচিত্র (২০০৯-১৮) প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ে টিএসটি’তে বর্তমান সরকারের ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত উন্নয়ন ও অগ্রগতির নানা তথ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নিদের্শনা বিভাগের পরিচালক ড. মো. তারিকুল ইসলাম, সহকারী পরিচালক মোহাম্মদ রাজিব হাসান, ছাত্রলীগ নেতা তারেক ও রাসেল ।

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের উন্নয়নে সর্বাত্বকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের অনেক পুর্বেই আমরা উন্নত দেশে পরিনত হব।

তিনি শিক্ষার্থীদের আহবান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে জয়ী হওয়ার জন্য বর্তমান সরকারের উন্নয়নের এই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে। তিনি গত ১০ বছর ধরে এই বিশ্ববিদ্যালয় উন্নয়নে যারা অবদান রেখেছেন বিশেষ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং এ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিনসহ সংশ্লিষ্ট সবার অবদান স্মরণ করে তাঁদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার পরিচালক ,অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা- কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এসি  
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি